Wednesday, January 22, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogঅনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

সিবিএন ডেস্ক

স্কটল্যান্ডকে ১৮ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে সুপার সিক্স পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। ১২২ রানের লক্ষ্য তাড়ায় স্কটল্যান্ড ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০৩ রান।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই সাজঘরে ফেরেন সুমাইয়া আক্তার। এরপর জুয়াইরিয়া ২০ ও ফাহমিদা ১৪ রান করেন। দলীয় ৫০ রানে পঞ্চম উইকেট হারানোর পর অধিনায়ক সুমাইয়ার ২৯ ও আফিয়ার ২১ রানের ইনিংসে ১২২ রানের লড়াই করার মতো পুঁজি পায় জুনিয়র টাইগ্রেসরা।

জবাবে ৪ ওভারে ১৯ রান তুলে ভালো শুরু করেছিল স্কটল্যান্ড। তবে পঞ্চম ওভারে দুই উইকেট হারানোর পর পিপা ও নিয়ামের ৫০ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়ে। তবে এই জুটি ভাঙার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্কটিশ দল।

শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ১০৩ রানে থেমে যায় স্কটল্যান্ড। এই জয়ে সুপার সিক্সে গ্রুপ-১ এ জায়গা করে নিয়েছে লাল-সবুজের মেয়েরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments