Tuesday, July 1, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogআইডিইবি কক্সবাজার জেলার বার্ষিক সাধারণ সভা ও বনভোজন

আইডিইবি কক্সবাজার জেলার বার্ষিক সাধারণ সভা ও বনভোজন

সংবাদ বিজ্ঞপ্তি:
ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কক্সবাজার জেলার বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে বর্ণাঢ্য ও জমকালো এই আয়োজন ১৭ জানুয়ারি সকাল ৭ টায় সর্বস্তরের ডিপ্লোমা প্রকৌশলীগণ তাদের মোটেল রোডস্থ জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে আকর্ষণীয় টি-শার্ট ও সকালের খাবার বিতরণের মাধ্যমে সোনাদিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

২ টি বোটে যাত্রা করে সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মিলিয়ে প্রায় ৮০ জন প্রকৌশলী সকাল সাড়ে টায় সোনাদিয়া দ্বীপে উপস্থিত হন। সোনাদিয়া দ্বীপস্থ সাইক্লোন সেল্টার স্থলে বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রকৌশলী রমিজুর রহমান।

সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশলী জনাব কাজী সাখাওয়াত হোসেন, সদস্য সচিব, আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি।

প্রধান অতিথি উনার বক্তব্যে কক্সবাজার জেলা আইডিইবি কার্যালয়কে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে সারা বাংলাদেশের অন্যতম একটি মডেল কার্যালয় হিসেবে গড়ে তোলার আশা ব্যক্ত করেন৷ এই কাজে যেকোনো ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন৷

এছাড়া সরকারি বেসরকারি প্রকৌশলীবৃন্দ তাদের বক্তব্যে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

আইডিইবি কক্সবাজার জেলা সভাপতি
বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নেছার আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে সাধারণ সভা পরবর্তী সময়ে জুমার নামাজ, মধ্যাহ্ন ভোজ, প্রকৌশলীদের নিয়ে বিভিন্ন ইভেন্টস, বারবিকিউ, ক্যান্ডেল লাইট ডিনার ইত্যাদি আয়োজন শেষে জয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সর্বশেষ সমাপনী অধিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়৷

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments