
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার দায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (২ জুলাই) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালত সূত্র জানায়, ভারতে পালিয়ে থাকা অবস্থায় শেখ হাসিনা একাধিকবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করেন। এমনকি কয়েকটি টকশো ও দলীয় সভায় বিচারকদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন, যা বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপের শামিল।
এ ঘটনায় প্রধান প্রসিকিউটর ৩০ এপ্রিল শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন। ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে ১৫ মের মধ্যে জবাব দিতে বললেও তারা তা করেননি। ২৫ মে হাজির হওয়ার নির্দেশও অমান্য করেন শেখ হাসিনা।
পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েও তার উপস্থিতি নিশ্চিত করা যায়নি। আদালত বিষয়টিকে অবমাননাকর বলে অভিহিত করে এ রায় দেন।