
২০২৪ সালের জুলাইয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদের হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দাখিল করা হয়েছে।
সোমবার (৩০ জুন) ট্রাইব্যুনালে প্রতিবেদনটি জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এর আগে, গত ২৪ জুন তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রতিবেদনটি প্রসিকিউশনে জমা দেয়। একইসঙ্গে আবু সাঈদের হত্যায় ব্যবহৃত অস্ত্রও প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে জানা গেছে, আবু সাঈদ হত্যাকাণ্ডে তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ মোট ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে।
উল্লেখ্য, ১৩ জানুয়ারি শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী এ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করে অভিযোগ দাখিল করেন। মামলার চার আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন— বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।
২০২৪ সালের জুলাই মাসে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। পুলিশের সামনে বুক পেতে দাঁড়ানো অবস্থায় তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।