Wednesday, January 22, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogআমীরে জামায়াতের আগমন উপলক্ষে কক্সবাজার শহর শ্রমিক কল্যাণের প্রস্তুতি সভা

আমীরে জামায়াতের আগমন উপলক্ষে কক্সবাজার শহর শ্রমিক কল্যাণের প্রস্তুতি সভা

সংবাদ বিজ্ঞপ্তি:
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান -এর ৮ ফেব্রুয়ারি কক্সবাজার আগমন উপলক্ষ্যে আয়োজিত কর্মী সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ জানুয়ারি রাতে হাসপাতাল সড়কস্থ শ্রমিক কল্যাণের কার্যালয়ে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর সভাপতি আমিনুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম মাসুমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শহর সিনিয়র সহ-সভাপতি এম ইউ বাহাদুর, ঝিলংজা ইউনিয়ন সভাপতি রাশেদুল হক, পর্যটন আবাসিক জোন সভাপতি মুজাহিদুল ইসলাম, দোকান কর্মচারী ইউনিয়ন সভাপতি এডভোকেট মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন,
ফ্লাওয়ার মিলস শ্রমিক ইউনিয়ন সভাপতি মাওলানা আমিনুল হক,দর্জি শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ১০নং ওয়ার্ড সভাপতি আমীর আহমেদ, ৯নং ওয়ার্ড সভাপতি বেলাল উদ্দিন, ৪নং ওয়ার্ড আবদুর রহিম, কার্যকরী সভাপতি রাশেদুল ইসলাম, ৫নং ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন, ৬নং ওয়ার্ড সভাপতি নুরুল আমীন, কার্যকরী সভাপতি সৈয়দুল মোস্তফা, ২নং ওয়ার্ড সভাপতি আবুল মনছুর, কার্যকরী সভাপতি নবী হোসেন, ১নং ওয়ার্ড কার্যকরী সভাপতি নুরুল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ৩নং ওয়ার্ড পশ্চিম সভাপতি তৈয়বুল ইসলাম, ৩নং ওয়ার্ড পূর্ব সভাপতি আবুল কালাম, শ্রমিক নেতা খায়রুল বশর,শফিকুল ইসলাম শফি, নুরুচ্ছফা সাগর, আজিজ উদ্দিন দিনার, শফিকুল ইসলাম শফিক,প্রমুখ।
প্রস্তুতি সভায় জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর উপস্থিত দায়িত্বশীলদের উদ্দেশ্যে ৮ ফেব্রুয়ারি আমীরে জামায়াতের সফর উপলক্ষে গৃহীত কর্মী সম্মেলন ও বিশিষ্টজনের সাথে মতবিনিময় সভাকে সুসম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
কর্মী সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম যেন নির্বিঘ্ন ও সুশৃংখলভাবে হয় সে ব্যাপারে পরামর্শ প্রদান করেন। পাশাপাশি সম্মেলন সফল আয়োজনের জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ট্রাফিক ব্যবস্থাপনা, পরিবহনসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি সকাল ৯:৩০টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বক্তব্য রাখবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments