Saturday, May 3, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogআরাকান আর্মির জিম্মি থেকে মুক্ত ৪ রোহিঙ্গা

আরাকান আর্মির জিম্মি থেকে মুক্ত ৪ রোহিঙ্গা

Naf River

টেকনাফ সংবাদদাতা ;

নাফ নদী পেরিয়ে মিয়ানমারে প্রবেশের পর জিম্মি হওয়া চার রোহিঙ্গাকে মুক্তি দিয়েছে সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। মুক্তিপ্রাপ্তরা কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমোরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে নিরাপদে ফিরে এসেছেন।

শুক্রবার (২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লালদিয়া চরে ওই চার রোহিঙ্গা আরাকান আর্মির হাতে জিম্মি হন। তাদের মধ্যে রয়েছেন—আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪) এবং আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের ২৭ নম্বর ক্যাম্প ইনচার্জ খানজাদা শাহরিয়ার বিন মান্নান জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে তারা ক্যাম্পে ফিরে আসেন। বিজিবি’র তৎপরতায় আরাকান আর্মি তাদের মুক্তি দিতে বাধ্য হয় বলে জানিয়েছেন লে. কর্নেল আশিকুর রহমান।

ঘটনার ব্যাখ্যায় মতভেদ দেখা দিয়েছে। হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী দাবি করেছেন, এরা প্রকৃত জেলে নয়; বরং ইয়াবা পাচারে নিয়োজিত ছিল। তার ভাষায়, “লালদিয়া এলাকাটি মিয়ানমারের অন্তর্ভুক্ত। সেখানে সাধারণত জেলেরা যায় না, মাদক আনতেই এসব রোহিঙ্গারা যায়।”

তবে রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর ভিন্ন কথা বলেন। তিনি জানান, “নাফ নদীতে মাছ ধরতে গিয়ে তারা আরাকান আর্মির হাতে পড়ে। আরও কয়েকজন পালিয়ে এসেছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments