
সংবাদ বিজ্ঞপ্তি
সর্বজন শ্রদ্ধেয় সুন্নী ব্যক্তিত্ব কক্সবাজার আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা, জশনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর উদ্যোক্তা এবং গরীবে নেওয়াজ হযরত খাজা মঈন উদ্দিন চিশতি আজমেরী (রহ.)-এর ওরশ শরীফের প্রবর্তক আলহাজ্ব নুরুল ইসলাম চিশতি (রহঃ)-এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ছিলেন কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতি ও মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, ফিশারী ঘাট হযরত আবু বক্কর ছিদ্দিক (রাঃ) জামে মসজিদের সভাপতি এবং একজন খাঁটি আশেকে রাসূল (সা.)।
এই উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জুন) কক্সবাজার সদরের নতুন বাহারছড়া এলাকার নিজ বাসভবনে মরহুমের পরিবারের উদ্যোগে আয়োজিত হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি। এর মধ্যে রয়েছে খতমে কুরআন, খতমে খাজেগান ও খতমে গাউছিয়া শরীফ। এছাড়া কবর জিয়ারত, মিলাদ মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।