নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের বৈদ্যঘোনা খাজা মঞ্জিল এলাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল আমীন একাডেমির সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা সোলাইমান কাসেমী।
শাহজাদা মোহাম্মদ শামশু উদ্দিনের সভাপতিত্বে সবক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামি স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান বদিউল আলম, সহকারী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) সাংবাদিক ইমাম খাইর, শিক্ষাবিদ ও সমাজসেবক মমতাজুল ইসলাম, কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আলম, এড. মোবারক হোসেন।
আল আমীন একাডেমির প্রধান শিক্ষক মোঃ আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সবক প্রদান করেন মুফতি মাওলানা সোলাইমান কাসেমী। সবশেষে তিনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।