
সিবিএন ডেস্ক
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে ছোট নৌকায় যাত্রাকালে তিনজনের মৃত্যু হয়েছে। ফরাসি কোস্টগার্ডের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ সোমবার (৩০ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
ক্যালাইসের সাঙ্গাত উপকূলে স্থানীয় সময় ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। বৈরি আবহাওয়ায় নৌকায় উঠতে গিয়ে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হয়েছে।
এ ঘটনায় আরও ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে, বেশিরভাগই হাইপারথার্মিয়ায় ভুগছেন। তবে উদ্ধারকৃতদের জাতীয়তা সম্পর্কে কিছু জানা যায়নি।
সীমান্ত নিরাপত্তা ও আশ্রয়মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ঈগল বলেন, “ছোট নৌকায় অভিবাসীদের নেওয়ার কারণেই এ দুর্ঘটনা। মানব পাচারের অবৈধ কার্যকলাপ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।”
চলতি বছর অবৈধভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন ৩৬ হাজারেরও বেশি মানুষ, যা ২০২৩ সালের ২৯ হাজার ৪৩৭ জনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। জাতিসংঘের তথ্য অনুসারে, এ বছর চ্যানেল পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৭৭ জন।