
সিবিএন ডেস্ক
‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ নামে একটি বড়সড় সামরিক অভিযানে ইসরায়েলের দেড় শতাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার রাতে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমাদি বাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, এই হামলায় ইসরায়েলের নানা স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে বলা হয়, বিশেষভাবে লক্ষ্য করা হয় নেভাতিম ও ওভদা বিমানঘাঁটি—যেখান থেকে ইরানে হামলা চালানো হয়েছিল বলে দাবি করে তেহরান। এছাড়া তেল আবিবের কাছে অবস্থিত টেল নোফ ঘাঁটি, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক ও শিল্প স্থাপনাও হামলার শিকার হয়।
বহু ধাপে পরিচালিত এই অভিযানে ইরান কয়েকশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার ফলে অনেক এলাকায় প্রবল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। ইরানের সামরিক কমান্ডাররা জানিয়েছেন, এটি ছিল ইরানি ভূখণ্ড, পারমাণবিক বিজ্ঞানী ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চালানো হামলার জবাব।
দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইসরায়েলের অপরাধের জন্য ভয়াবহ ও যন্ত্রণাদায়ক পরিণতি অপেক্ষা করছে।”