Thursday, July 3, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogইসরায়েলের সব জ্বালানি ধ্বংসের হুমকি দিলো ইরান

ইসরায়েলের সব জ্বালানি ধ্বংসের হুমকি দিলো ইরান

সিবিএন ডেস্ক:

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী ফাদাভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল ইরানে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের সব জ্বালানি স্থাপনা একযোগে ধ্বংস করে দেয়া হবে। শুক্রবার (৫ অক্টোবর) লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জেনারেল ফাদাভি জানান, ইরানে হামলা ইসরায়েলের অস্তিত্বকেই ঝুঁকির মুখে ফেলবে। যদি দখলদার সরকার কোনো ভুল করে, তাহলে ইসরায়েলের সকল জ্বালানি উৎস, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেল শোধনাগার ও গ্যাসক্ষেত্রগুলোতে একযোগে হামলা চালানোর ক্ষমতা ইরানের রয়েছে।

তিনি আরও বলেন, ইসরায়েলের বিপরীতে ইরানের বহুমুখী অর্থনৈতিক কেন্দ্র থাকলেও ইসরায়েলের হাতে মাত্র তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও কয়েকটি শোধনাগার রয়েছে, যেগুলোকে সহজেই লক্ষ্যবস্তু করা সম্ভব। তেল আবিবের পূর্ববর্তী হুমকির প্রেক্ষিতে এ পাল্টা হুঁশিয়ারি দেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments