
সিবিএন ডেস্ক
ইরান-ইসরায়েল উত্তেজনা যখন পূর্ণমাত্রার সংঘাতের পথে অগ্রসর হচ্ছে, তখন জাতির উদ্দেশে এক গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
শনিবার (১৪ জুন) ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এই ভাষণে তিনি ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার ঘোষণা দেন এবং বলেন, “ইসরায়েল যুদ্ধ শুরু করেছে, এর পরিণতি হবে ভয়াবহ।”
পার্স টুডে জানায়, সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ইরানের সামরিক ও বেসামরিক নাগরিকদের নিহত হওয়ার প্রেক্ষাপটে এ ভাষণ দেন খামেনি। ভাষণের শুরুতেই তিনি নিহতদের ‘শহীদ’ হিসেবে শ্রদ্ধা জানান এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
তিনি বলেন, “কয়েকজন প্রিয় কমান্ডার, বিজ্ঞানী ও নিরপরাধ নাগরিক শাহাদাত বরণ করেছেন। এটি একদিকে শোকাবহ, অন্যদিকে গর্বের—কারণ তাঁরা দেশ ও ইসলামের জন্য আত্মত্যাগ করেছেন।”
খামেনি সতর্ক করে বলেন, “ইসরায়েল ভুল করছে যদি ভাবে একবারের হামলায় দায় শেষ হয়েছে। আসল যুদ্ধ শুরু করেছে ওরাই। ইসলামি প্রজাতন্ত্র এর জবাব দেবে—এমন জবাব, যা তারা কখনও ভুলতে পারবে না।”
তিনি জানান, ইরানের সেনাবাহিনী, আইআরজিসি, বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ইউনিট সম্পূর্ণ প্রস্তুত। দেশ ও জনগণ সেনাবাহিনীর পক্ষে ঐক্যবদ্ধ।
খামেনি আরও বলেন, “আমরা ঈমানদার ও ঐক্যবদ্ধ জাতি। আমাদের ঘাড়ে কেউ চড়তে পারবে না। যারা ইরানকে দমিয়ে রাখতে চায়, তারা বড় ভুল করছে। আল্লাহর ইচ্ছায়, বিজয় আমাদের হবেই।”
বিশ্লেষকরা খামেনির এ ভাষণকে সম্ভাব্য পূর্ণমাত্রার সামরিক প্রতিক্রিয়ার পূর্বাভাস হিসেবে দেখছেন। তাদের মতে, সংঘাত আরও তীব্র হলে এটি একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব গোটা বিশ্বে পড়বে।