Tuesday, July 1, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শ্রমিক-মালিকের কোনো বৈষম্য থাকবে না: জেলা জামায়াতের আমীর

ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শ্রমিক-মালিকের কোনো বৈষম্য থাকবে না: জেলা জামায়াতের আমীর

সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেছেন, মানুষের তৈরি আইনে শ্রমিক শোষণ মুক্ত হবে না। শ্রমিক শোষণ মুক্তির জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শ্রমিক-মালিকের কোনো বৈষম্য থাকবে না।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে থাইংখালী সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পালংখালী ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নতুন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে শ্রমিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে নুর আহমদ আনোয়ারী আরও বলেন, সকলেই রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে। অতীতে অনেক সংগঠন শ্রমিকদের মিথ্যা আশ্বাস দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য দাবার গুটি হিসেবে শ্রমিকদের ব্যবহার করেছে। তারা শ্রমিকদের অধিকার হরণ করেছে।
তিনি আরও বলেন, দেশের ৭০ ভাগ মানুষ বিভিন্ন শ্রমের সাথে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত থাকার পরও চিকিৎসা, শিক্ষা ও আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পালংখালী ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ মুবিন উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা, সাধারণ সম্পাদক মতিউর রহমান মুজাহিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ উপদেষ্টা মওলানা মোহাম্মদ নুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উখিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ রিদুয়ানুল হক জিসান, শ্রমিক কল্যান ফেডারেশন পালংখালী ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আবুল আলা রোমান, শ্রমিক কল্যান ফেডারেশন পালংখালী ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আব্দুর রহমান, শ্রমিক কল্যান ফেডারেশনের উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আমান উল্লাহ সহ প্রমুখ।

পরে আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য মোহাম্মদ মুবিন উদ্দিনকে সভাপতি, মোহাম্মদ সিদ্দিক ও আব্দুল আজিজ এবং নুরুল হাকিমকে সহ-সভাপতি, মতিউর রহমান মুজাহিদকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিকে শপথ বাক্য পাঠ করান শ্রমিক কল্যাণ ফেডারেশনের উখিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ রিদুয়ানুল হক জিসান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments