
সেলিম উদ্দীন, ঈদগাঁও ;
কক্সবাজারের ঈদগাঁওয়ে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও ইসরাইলি পণ্য বর্জনের দাবিতে বিক্ষোভ করেছে শিশুরা। জুমার নামাজের পর তাদের সাহসী এই বিক্ষোভ মিছিল দেখে সাধারণ মানুষ হতবাক হয়ে যান।
শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে ঈদগাঁও বাজারের শাপলা চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি ডিসি সড়ক ও বাস স্টেশন এলাকা ঘুরে পুলিশ বক্সে এসে শেষ হয়।
বিক্ষোভকালে শিশুরা নানা স্লোগানে মুখরিত করে তোলে মহাসড়ক। তাদের কণ্ঠে ছিল- “ইসরাইলি পণ্য বয়কট বয়কট”, “আমরা সবাই নবীর সেনা”, “ভয় করি না বুলেট-বোমা”, “দুনিয়ার মুসলিম এক হও, লড়াই কর”, “ইসরাইলি পণ্য চলবে না”, “আমার ভাই শহীদ কেন- জবাব চাই, জবাব চাই” ইত্যাদি।
বিক্ষোভের সময় মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পথচারী ও ব্যবসায়ীরা শিশুদের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানান।
বিক্ষোভ শেষে শিশুদের সাহসিকতায় অনুপ্রাণিত হয়ে তাদের আপ্যায়ন করেন ঈদগাঁও উপজেলা নাগরিক কমিটির অন্যতম সদস্য ও ‘জুলাই অভ্যুত্থান’-এর সম্মুখ যোদ্ধা অ্যাডভোকেট এসকে ফারুকী।
তিনি বলেন, “জুমার নামাজ শেষে শিশুদের আচমকা এই প্রতিবাদী ও সাহসী ভূমিকা দেখে আমি স্থির থাকতে পারিনি। বিক্ষোভের শেষ পর্যন্ত আমি তাদের সঙ্গে ছিলাম এবং পরে এ সাহসী শিশুদের আপ্যায়ন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।”