Thursday, May 1, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogঈদগাঁও পাবলিকিয়ানস-এর নতুন নেতৃত্বে আনাছ-তারেক

ঈদগাঁও পাবলিকিয়ানস-এর নতুন নেতৃত্বে আনাছ-তারেক

বিশেষ প্রতিবেদক ;

ঈদগাঁও উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন “পাবলিক ইউনিভার্সিটি, মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঈদগাঁও”-এর ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আনাছ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহমেদ তারেক।

বুধবার (৩০ এপ্রিল) সংগঠনের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির সভাপতি ইয়াছিন আরাফাত (চবি) ও সাধারণ সম্পাদক আহসান আহমেদ (ঢাবি)-এর এক যৌথ বিবৃতিতে জানানো হয়, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তক্রমে ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটির ছয় সদস্যবিশিষ্ট একটি সংক্ষিপ্ত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. রাফিউল হক রাফি, সাংগঠনিক সম্পাদক হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাইফুল ইসলাম ইমন, দপ্তর সম্পাদক হিসেবে আছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ সায়েম এবং ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমেনা জান্নাত।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আনাছ বলেন, ঈদগাঁও উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠন একটি অনন্য প্ল্যাটফর্ম, যা এলাকার স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষামুখী করতে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সংগঠনের প্রত্যেক সদস্য এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিবেদিত রাখবে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, আমাদের এই প্রচেষ্টা তখনই সফল হবে, যখন ঈদগাঁও উপজেলার শিক্ষানুরাগী, সমাজসেবক এবং সচেতন নাগরিকরা আমাদের পাশে এসে দাঁড়াবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় ঈদগাঁওকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

সাধারণ সম্পাদক আহমেদ তারেক বলেন, পূর্ববর্তী নেতৃত্ব আমাদের যে পথ দেখিয়েছে, তা অনুসরণ করে আমরা সংগঠনকে আরও সুসংগঠিত করতে চাই। ঈদগাঁওয়ে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর।

বিবৃতিতে আরও জানানো হয়, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments