
এইচ এম জালাল উদ্দিন কাউছার, উখিয়া;
চট্টগ্রাম সার্কেল, কুমিল্লা রিজিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মো. ফখরুল আলম শনিবার (২৮ জুন) বিকেলে কক্সবাজার জেলার উখিয়ার শাহপুরী হাইওয়ে থানা পরিদর্শন করেন।
থানায় পৌঁছালে ওসি মো. সাইফুল ইসলাম তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুরু হয় এই সৌজন্যমূলক পরিদর্শন।
স্থানীয় পুলিশ সূত্র জানায়, এমন পরিদর্শন মাঠপর্যায়ের সদস্যদের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে এবং দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করে।
পরিদর্শনকালে এএসপি ফখরুল আলম থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং ওসি সাইফুল ইসলামসহ উপস্থিত অফিসার ও ফোর্সের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও কর্মদক্ষতা বাড়াতে নিয়মিত পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা অত্যন্ত জরুরি।”
পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি থানার পরিদর্শন রেজিস্টারে স্বাক্ষর করেন এবং উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।