
উখিয়া সংবাদদাতা ;
কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন আসামি ও একটি সিভিল মিনি বাস আটক করেছে। বুধবার (২৫ জুন) বিকাল ৩টা ২৫ মিনিটে উখিয়ার ইমামের ডেইল চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ টহল দল টেকনাফ থেকে কক্সবাজারগামী “নীল দরিয়া” নামক একটি যাত্রীবাহী মিনি বাসে তল্লাশি চালায়। তল্লাশির সময় বাসটির ইঞ্জিন কভারের নিচ থেকে কালো টেপে মোড়ানো একটি পোটলা উদ্ধার করা হয়। পরে সেটি খুলে গণনা করলে মোট ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
বাসের চালক মো. রুবেল (৩৭), পিতা- মৃত নবী হোসেন, গ্রাম- সুজাউ সওদাগর পাড়া, কক্সবাজার সদর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা বহনের কথা স্বীকার করে এবং জানায়, এসব মাদক কক্সবাজারে নিয়ে বিক্রির উদ্দেশ্যে পাচার করছিল। বিজিবি ধারণা করছে, পূর্বেও এ বাসটি মাদক পাচারে ব্যবহার করা হয়ে থাকতে পারে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় আটক চালক, জব্দকৃত মাদক এবং বাসটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “সীমান্তে মাদক, চোরাচালান ও অপরাধ দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। আমাদের প্রতিটি টহলদল কৌশলগতভাবে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।”