Saturday, July 5, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogঋণ খেলাপিদের মনোনয়ন দেওয়া হবে না – মির্জা ফখরুল

ঋণ খেলাপিদের মনোনয়ন দেওয়া হবে না – মির্জা ফখরুল

সিবিএন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীতে ‘শ্বেতপত্র এবং অতঃপর’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাজনীতিতে সংস্কার আনা, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠন, এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা জরুরি। এছাড়া, ঋণ খেলাপিদের আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আওয়ামী লীগ আগামী নির্বাচনে আসবে কি-না, তা দেশের জনগণই ঠিক করবে।” রোহিঙ্গাদের ফেরাতে চীন ও ভারতের সঙ্গে বিগত সরকার যথাযথ আলোচনা করেনি বলেও তিনি অভিযোগ করেন।

দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের ওপর চাপ দেওয়া হচ্ছে কেন, এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আমরা বিশ্বাস করি একটি নির্বাচিত সরকারই সব ধরনের সংস্কার করতে পারে। কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে।” অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বিএনপি তাদের নীতিমালা পুনর্গঠনের কাজ করছে বলেও তিনি জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments