
নিজস্ব প্রতিবেদক :
ফুটবলের তীর্থভূমি কক্সবাজারে মাসব্যাপী (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে।
২৭ এপ্রিল (রবিবার) বিকাল ৪ টায় কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২৪-২৫ অর্থ বছরের আওতায় ফুটবল প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ৪০ জন ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: আলাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য রতন দাশ, খালেদ আজম বিপ্লব, উদয় শংকর পাল মিঠু, ক্রীড়া সাংবাদিক ছৈয়দ আলম, জসীম উদ্দীন, সিরাজুল ইসলাম, আইমান, আরফাত।
এছাড়া কোচ খালেদ হোসেন, মনছুর আলম ও অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো: আলাউদ্দিন বলেন, তৃনমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রশিক্ষণ শেষে বাছাইকৃত খেলোয়াড়দের ঢাকায় পাঠানো হবে। কক্সবাজার জেলা হচ্ছে ফুটবলার তৈরীর কারখানা। এ জেলার প্রায় ২০০ জন ফুটবলার ঢাকা, চট্টগ্রামের বিভিন্ন ক্লাব-লীগ পর্বে খেলছেন। জাতীয় দলে রয়েছে ৪ জন গর্বিত ফুটবলার। কক্সবাজার জেলা অনুর্ধ-১৫ ফুটবল দল বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে, সিটি কলেজ ফুটবল দল জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও বিভাগীয় কমিশনার গোল্ডকাপে জয়লাভ করেছে এটা জেলাবাসীর জন্য অবশ্যই গৌরবের। এ ধারাবাহিকতা রক্ষা করতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই।