
টেকনাফ সংবাদদাতা ;
কক্সবাজারের উপকূলীয় এলাকা থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারের সময় প্রায় ৮ লাখ টাকার ইউরিয়া সার ও এনার্জি ড্রিংকসসহ ছয় পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (১৪ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১টার দিকে কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামতে সংকেত দিলে তা গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। প্রায় এক ঘণ্টার ধাওয়া শেষে বোটটি আটক করা হয়।
পরে তল্লাশিতে ২৯১ বস্তা ইউরিয়া সার (মূল্য ৭ লাখ ৮১ হাজার ৪১০ টাকা) ও ৯ হাজার ৭২টি ‘রয়েল টাইগার’ এনার্জি ড্রিংকস পাওয়া যায়। আটক ছয় পাচারকারী সবাই কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।
উদ্ধারকৃত সার ও ড্রিংকস কক্সবাজার কাস্টমস অফিসে এবং আটক ব্যক্তিদের কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় অঞ্চলে চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান চলবে।