
সিবিএন ডেস্ক:
সবুজে সবুজে গড়া হোক আগামীর ভবিষ্যৎ
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপের সম্মাননা পাওয়া “কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ” এবং “গার্লস ইন রোভার স্কাউটস গ্রুপ” আজ (সোমবার) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
এতে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর এস.এম. আকতার উদ্দিন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন প্রফেসর হাশেমুদ্দীন, প্রফেসর জুলফিকর আলী, প্রফেসর জসিম উদ্দিন, রোভার স্কাউট লিডার ও সহকারী কমিশনার (জেলা রোভার) প্রভাষক জাহাঙ্গীর আলম।
কক্সবাজার সিটি কলেজ রোভারের প্রশংসা করে অধ্যক্ষ প্রফেসর আকতার উদ্দিন চৌধুরী বলেন,
> “রোভার স্কাউটরা শুধু শৃঙ্খলা নয়, বরং দেশপ্রেম, পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত। আজকের বৃক্ষরোপণ কর্মসূচি তারই বহিঃপ্রকাশ।”
রোভার স্কাউট লিডার প্রভাষক জাহাঙ্গীর আলম বলেন,
> “রোভারিং শুধু আত্মগঠনের পথ নয়, এটি পরিবেশ রক্ষার আন্দোলনেরও অংশ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী রেখে যেতে আমাদের আজই কাজ শুরু করতে হবে।”
কর্মসূচির অংশ হিসেবে রোভার ও গার্লস ইন রোভার স্কাউট সদস্যরা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নারকেল, কাঁঠাল, জাম ও কদবেল গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠান শেষে রোভার স্কাউট লিডার জাহাঙ্গীর আলম নিজ হাতে রোভার ও গার্লস ইন রোভার সদস্য এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
এই উদ্যোগের মাধ্যমে কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ আবারও প্রমাণ করলো, তারা শুধু শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ নয়, বরং একটি সচেতন ও দায়িত্বশীল সামাজিক শক্তি।