
সিবিএন ডেস্ক ;
পাহাড় ঘেরা নীরব ক্যাম্পাস চত্বরে,
নেমে আসে বৃষ্টি ধূসর মেঘের কপোলে।
সবুজ ঢালে গড়িয়ে পড়ে নীরব জলরাশি,
ঝর্ণা যেন গায় ভালোবাসার পুরনো সুর— থেমে থেমে আসি।
বৃষ্টির ধারা নামে এক সুরেলা ছন্দে,
নীল মেঘ ঘুরে বেড়ায় ক্যাম্পাসের গন্ধে।
ছাতা হাতে হেঁটে চলে চুপচাপ কিছু মুখ,
চোখে কুয়াশা, মনে জমে নিঃশব্দ এক সুখ।
চায়ের কাপে ধোঁয়া মেশে বৃষ্টির ধারায়,
এই ক্যাম্পাসে সময় যেন থেমে থেকেই বাঁচায়।
প্রকৃতি আজ কবি, বৃষ্টি তার কলম,
লিখে চলে কবিতা— ভেজা মাঠ, ভেজা মন।
লাল মাটি গলে পড়ে নরম হাসির ছোঁয়ায়,
ফুলের কুঁড়ি মেলে ধরে বৃষ্টির আহ্বান ছায়ায়।
শালগাছের ডালে এক কাক চুপচাপ বসে,
জীবন যেন শেখে ধৈর্যের ভাষায় ভালোবেসে।
মাঠের কোণে জমেছে স্বচ্ছ জলের রেখা,
তবু ভেসে ওঠে অদেখা শত পায়ের দেখা।
একটি ছাতা ভিজে দাঁড়িয়ে রয়ে গেছে,
কে যেন রেখে গেছে—
হয়তো ফিরে আসবে,
না-হয় স্মৃতির মত হারিয়ে গেছে।