
ডেস্ক নিউজ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রোহিঙ্গাদের জন্য ‘মানবিক করিডর’ দেয়ার বিষয়ে সরকার জনগণ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনও আলোচনা করেনি। তিনি বলেন, “এ সিদ্ধান্ত আসা উচিত ছিল নির্বাচিত সংসদ থেকে, বিদেশীদের চাপ নয়, জনগণের স্বার্থই আগে।”
বৃহস্পতিবার (১ মে) নয়াপল্টনে জাতীয় শ্রমিকদলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান প্রশ্ন তুলেছেন— “দেশে সংস্কার নিয়ে শোরগোল চলছে, কিন্তু সেই প্রক্রিয়ায় শ্রমজীবী মানুষের কণ্ঠ কোথায়?” তিনি বলেন, শ্রমজীবী মানুষের কথা শোনার জন্য দরকার সত্যিকারের নির্বাচিত সংসদ ও সরকার।
তিনি হুঁশিয়ার করেন, “অন্তর্বর্তী সরকারের প্রতি অন্ধ সমর্থন দিলে স্বৈরাচার আবার মাথাচাড়া দিতে পারে। জনগণের ওপর একক সিদ্ধান্ত চাপিয়ে দিলে জন্ম হয় ফ্যাসিবাদের।”
সংস্কার ও নির্বাচনের মধ্যে বিভেদ সৃষ্টি না করে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “সংস্কারও চাই, নির্বাচনও চাই।”
তিনি বলেন, দেশের প্রায় ৮ কোটি মানুষ শ্রমজীবী, যাঁরা প্রকৃতপক্ষে দেশের অর্থনীতির প্রাণ। তাদের অধিকার নিশ্চিত না করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব নয়।