Tuesday, July 1, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogকুতুবদিয়ায় জাটকা ধরার দায়ে দুই জেলের কারাদণ্ড

কুতুবদিয়ায় জাটকা ধরার দায়ে দুই জেলের কারাদণ্ড

শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় জাটকা ইলিশ ধরার দায়ে দুই জেলেকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মদ সাদাত হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আটক দুই জেলেকে ৫ পাঁচ হাজার টাকা করে জরিমানাসহ এবং ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আটককৃত জেলেরা হলেন, উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তবলরচর এলাকার মো. ইয়াছিনের পুত্র আব্দুর রহিম রকি(৪০) ও তার ছোট ভাই মোহাম্মদ দিলদার (২২)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল সাড়ে চার টায় বড়ঘোপ জেটিঘাটে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি মাছ ধরার নৌকায় তল্লাশি চালিয়ে জাটকা ইলিশসহ আব্দুর রহিম রকি ও মোহাম্মদ দিলদারকে আটক করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী ( ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মদ সাদাত হোসেন জানান, শুক্রবার বিকাল সাড়ে চার টায় কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ স্টিমার ঘাট এলাকায় নৌবাহিনী ও পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুসারে জাটকা নিধন ও বিপণনের অপরাধ স্বীকার করায় দিলদার হোসেন (২২) ও আবদুর রহিম (৪১) নামে দুই জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রতিজনকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরে, জাটকা মাছগুলো জনসম্মুখে দুটি এতিমখানায় বিতরণ করা হয় বলে জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments