Friday, July 4, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogকুতুবদিয়ার বহির্নোঙরে এলপিজি বহনকারী ‘সুফিয়া’ জাহাজে আগুন

কুতুবদিয়ার বহির্নোঙরে এলপিজি বহনকারী ‘সুফিয়া’ জাহাজে আগুন

জে. জাহেদ, নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার জেলার কুতুবদিয়ার বহির্নোঙরে এলপিজি বহনকারী ‘সুফিয়া’ নামের জাহাজে আগুন লেগেছে। তবে তাৎক্ষণিক ভাবে নিহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

দিনগত রোববার (১৩ অক্টোবর) রাত ১ টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পুর্বজোন (চট্টগ্রাম) এর ক্যাপ্টেন মো. জহিরুল হক (সি), বিসিজিএমএস, পিএসসি, বিএন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ড টাগ শীপ, তিনটি মেটাল শার্ক অগ্নিনির্বাপণে কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে আনার তৎপরতায় রয়েছে কোস্টগার্ড।

নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বলেন, ‘বিষয়টি আমরাও শুনেছি। বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ রেখে তথ্য সংগ্রহের চেষ্টা অব্যাহত রাখছি।’

এর আগেও গত ৫ অক্টোবর বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে অবস্থানরত ‘ওটি বাংলার সৌরভ’ নামক একটি ট্যাঙ্কার জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। চার্লি এঙ্করেজ নামক আউটারে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজে এ ঘটনা ঘটেছিলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments