Saturday, July 5, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogখসড়া ভোটার তালিকা প্রকাশ: দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৬ লাখ

খসড়া ভোটার তালিকা প্রকাশ: দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৬ লাখ

সিবিএন ডেস্ক ;

নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (২ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। গতবারের তুলনায় এবার ভোটার বেড়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন, যা প্রায় ১.৫ শতাংশ বৃদ্ধি।

খসড়া তালিকায় পুরুষ ভোটার সংখ্যা ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন এবং নারী ভোটার সংখ্যা ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন। প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন ১৩ হাজার ১৫১ জন।

ইসি জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চ প্রকাশিত হবে। দাবি ও আপত্তি জানানো যাবে ১৭ জানুয়ারি পর্যন্ত। শুনানি নিষ্পত্তির শেষ দিন ৩১ জানুয়ারি এবং গৃহীত সিদ্ধান্ত জানানো হবে ৯ ফেব্রুয়ারি।

প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম ৭টি দেশে চালু রয়েছে। ১১টি মিশনে এখন পর্যন্ত ১৩ হাজার ১৫১ প্রবাসী নিবন্ধিত হয়েছেন। প্রবাসীদের অনলাইনে আবেদন করার পরামর্শও দিয়েছে ইসি।

নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, বিগত তালিকাগুলোর বিতর্ক নিরসনে পুরো ভোটার তালিকা যাচাই করা হবে। প্রয়োজনে নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনে অধ্যাদেশ জারি হতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments