Tuesday, July 1, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogগজালিয়ায় গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

গজালিয়ায় গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

আজিজুর রহমান রাজু, ঈদগাঁও;

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া বাবুবাজার খেলার মাঠে শুক্রবার (২৭ জুন) অনুষ্ঠিত হয়েছে গজালিয়া প্রিমিয়ার লিগ গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

এবারের টুর্নামেন্ট ছিল শুধুই ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং খেলাধুলার সঙ্গে সামাজিক সচেতনতা ও মূল্যবোধের এক ব্যতিক্রমী সংমিশ্রণ।

ফাইনালে মুখোমুখি হয় জিডিএম স্পোর্টিং ক্লাব ও বাবুবাজার ফুটবল একাদশ। শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। এক পর্যায়ে গোটা মাঠজুড়ে তৈরি হয় টানটান উত্তেজনা। দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।

শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে জয় তুলে নেয় জিডিএম স্পোর্টিং ক্লাব।

খেলার পূর্বে এক ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে মাদক ও জুয়াবিরোধী শপথ পাঠ করান ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েল। খেলোয়াড়রা শপথ নেন, কখনো মাদক বা জুয়ার পথে পা বাড়াবেন না এবং সমাজকে এসব ব্যাধিমুক্ত রাখতে সচেষ্ট থাকবেন।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু হেনা, জিএসবি গ্রুপের সভাপতি শাহাবুদ্দিন, প্রবাসী দিদারুল ইসলাম ও খাইরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি যুবসমাজকে সঠিক পথে পরিচালনা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার এক কার্যকর উপায়। এ আয়োজন প্রমাণ করে খেলোয়াড়রা মাঠের বাইরেও সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments