
আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে চলমান সংকট নিরসনের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে গঠিত ‘ছাত্রজনতা ঐক্য পরিষদ’। চলমান সংকট নিরসনে পরিষদের নীতিনির্ধারণী ফোরামের উদ্যোগে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও পরিষদের নিযুক্ত প্রতিনিধি হাফেজ আবু সুলতান, পরিচালনায় ছিলেন পরিষদের মুখপাত্র ও চট্টগ্রাম জামেয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা জুলফিকার বিন তাহের।
সভা ব্যবস্থাপনায় সহায়তা করেন ব্যাংক কর্মকর্তা ও প্রাক্তন ছাত্র আখতার হোছাইন।
দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতভাবে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হলো- মাদ্রাসায় দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দ্বের মূল উৎস দুই অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ ও ওবায়দুল হাকিমকে অপসারণ, পরিস্থিতি বিবেচনায় মো. সাইফুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান, মাদ্রাসার সংস্কার কার্যক্রমে সমন্বয়ক হিসেবে শিক্ষক প্রতিনিধি মাওলানা আইয়ুব ও আলাউদ্দিন আল আজাদ-কে মনোনয়ন।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র ও সাংবাদিক আব্দুর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্রনেতা মুফিজুর রহমান, ওবায়দুল হক, জাহাঙ্গীর সেলিম, মাওলানা মোতাহেরুল ইসলাম, ছাত্রনেতা আতিক উল্লাহ, ছাত্র প্রতিনিধি তাওহীদুল ইসলাম সাঈদ এবং টাইমবাজার এলাকার প্রতিনিধি মোহাম্মদ হানিফসহ অনেকে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়ন হলে মাদ্রাসার শিক্ষা পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে এবং দীর্ঘ দিনের জটিলতা কাটিয়ে একটি সুসংগঠিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসাটি তার হারানো গৌরব ফিরে পাবে।