
সংবাদ বিজ্ঞপ্তি:
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার উদ্যোগে ৭ এপ্রিল বিকাল ৫টায় বড়বাজার এলাকা থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝাউতলা গিয়ে সমাবেশে মিলিত হয়।
শহর আমীর আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শ্রমিক নেতা আমিনুল ইসলাম হাসান। সমাবেশে বক্তারা বলেছেন, অবৈধ রাষ্ট্র ইসরাইল মানবতার বিরোধী জঘন্য অপরাধ বার বার করার পরেও বিশ্ব মোড়লদের আশকারায় যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ছাপ্পান্ন টি মুসলিম রাষ্ট্র এবং প্রায় দুই’শ কোটি মুসলিম জনগোষ্ঠীর থাকা সত্ত্বেও ইসরাইলের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে না পারা সামগ্রিকভাবে মুসলমানদের ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। আরব বিশ্বের শাসকগণ গদি রক্ষার জন্য ইসরাইলের বিরুদ্ধে টু শব্দ করে না। ইসরাইলি বর্বরোচিত হামলায় বোমার আঘাতে মানবদেহ আকাশে উড়ে বেড়াচ্ছে যা খুবই হৃদয়বিদারক ও লোমহর্ষক। আমরা অবিলম্বে গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি। বিশ্ব মুসলিম কে উম্মাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলের সাথে অর্থনৈতিক, সামরিক, বাণিজ্যিক ও কুটনৈতিক সকল সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছি। মিছিলোত্তর সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, জেলা মজলিসে শূরা সদস্য জননেতা শহিদুল আলম বাহাদুর, শহর সহকারী সেক্রেটারি দরবেশ আলী মু. আরমান।