Friday, July 4, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogগাজীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

গাজীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর শহরের রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন মিয়ার সভাপতিত্বে এবং বিজিএস এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সভাপতি ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরী টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক কামরুন্নাহার, সহকারী প্রধান শিক্ষক দিপ্তী রাণী সরকার, সিনিয়র শিক্ষক আসাদুজ্জামান শিবলী, সিনিয়র শিক্ষক আবু জাফর মোহাম্মদ ছালেহ, সিনিয়র শিক্ষক নাসরিন আনজুমান রুনী প্রমুখ। দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আব্দুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ এর মূল প্রতিপাদ্য বিষয় “শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এর উপর গুরুত্ব আরোপ করেন এবং শিক্ষক-অভিভাবক, শিক্ষার্থীর সম্মিলিত সহযোগিতায় শিক্ষার মান উন্নয়ন হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। নিজ নিজ পেশাগত দায়িত্ব পালনসহ সরকারের নিকট শিক্ষকদের ন্যায়সঙ্গত বিভিন্ন দাবি বাস্তবায়নের অনুরোধ করা হয়।

আলোচনায় শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন এমন প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফেরাত এবং কর্মরত শিক্ষক ও অধ্যয়নরত শিক্ষার্থীদের সুস্বাস্থ্য কামনা সহ দেশের সকলের জন্য দোয়া করা হয়।

এর আগে সকাল ১০ টায় রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সড়ক প্রদক্ষিণ করে এবং বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি (বিজিএস) এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরা অংশগ্রহণ করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments