
আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) একটি বিশেষ অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা চোরাকারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপি সীমান্তের জামালের ঘের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
৩৪ বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে— এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল কৌশলগতভাবে ওই এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন সন্দেহভাজন ব্যক্তি ব্যাগ হাতে এগিয়ে এলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকেই আটক করা হয়।
আটকরা হলেন—ক্যাম্প-৮ ই, ব্লক-বি/৮১-এর বাসিন্দা করিম উল্লাহ (১৮), পিতা: মো. সুলতান এবং একই ক্যাম্পের ব্লক-৮৯-এর বাসিন্দা মো. মুজিবুর রহমান (১২), পিতা: পীর মোহাম্মদ।
পরবর্তীতে তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে মোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম, পিএসসি বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”