Saturday, July 5, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogচকরিয়ায় অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উন্নত জাতের বকনা ও ষাড় বাছুর বিতরণ

চকরিয়ায় অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উন্নত জাতের বকনা ও ষাড় বাছুর বিতরণ

এম. মনছুর আলম, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় সুফলভোগীদের মাঝে উন্নত জাতের বকনা ও ষাড় বাছুর বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লটারির মাধ্যমে এই বাছুর বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. মো. আরিফ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসিসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা।

ইউএনও মো. আতিকুর রহমান জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রায় ৫০০ পরিবারের মধ্যে থেকে যাচাই-বাছাইকৃত ১৪৫টি পরিবারকে এই প্রকল্পের আওতায় গরু বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বুধবার ৮২ জন উপকারভোগীকে লটারির মাধ্যমে উন্নত জাতের বকনা ও ষাড় বাছুর হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, “সরকার অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং পারিবারিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। এর আগে তাদের মাঝে হাঁস-মুরগি, ঢেউটিনসহ বিভিন্ন উপকরণও বিতরণ করা হয়েছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments