Tuesday, July 1, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogচকরিয়ায় পৃথক ঘটনায় নিহত-৩

চকরিয়ায় পৃথক ঘটনায় নিহত-৩

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী,সড়ক দুর্ঘটনায় যুবক, মারামারিতে মাংস বিক্রেতা

এইচ এম রুহুল কাদের, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়াতে পৃথক ঘটনায় ৩জন নিহত,৫ জন আহত হয়েছে । মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় হুমায়ুন কবির নোমান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডুমখালী রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

একইদিন দুপুর দেড়টার দিকে চকরিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের ভাঙ্গারমুখ এলাকায় সাংবাদিক আব্দুল হামিদের স্ত্রী ও কন্যাকে ছুরিকাঘাত করে । এতে উম্মে হাফসা তুহি(১৭) মারা যায়, স্ত্রী পারভীন আক্তার ও প্রতিবেশি একজন গুরুতর আহত হয়েছে। ঘাতক শওকত হাসান মেহেদী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ৩নং ওয়ার্ডের আবুল হাশেমের পুত্র। ঘাতক বর্তমানে পালাতক।

দুপুর ১টার দিকে উপজেলার শাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইনকে আটক করতে তার বাড়িতে চকরিয়া থানা পুলিশ অভিযান চালায়। এতে চেয়ারম্যানের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে কোরালখালী পূর্বপাড়ায় এলাবাসীর উপর গুলিবর্ষণ করে । এতে মোহাম্মদ বাবু,ওসমান গনি,আব্দুল গফ্ফার গুলিবিদ্ধ হয়। পরে আলী হোসেন(সোনামেয়া) নামের একজন যুবক মারামারিতে স্ট্রোক করে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। যাহা স্থানীয় চেয়ারম্যান নবী হোছাইন ফেইসবুক পোস্টে ডাকাতের গুলিতে নিহত হয়েছে বলেছেন।

উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মঞ্জুর কাদের ভুঁইয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments