Saturday, April 19, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogচকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী, মোটরসাইকেল আরোহী ও সিএনজি চালকসহ নিহত ৩

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী, মোটরসাইকেল আরোহী ও সিএনজি চালকসহ নিহত ৩

এম. মনছুর আলম, চকরিয়া প্রতিনিধি:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী, এক শিক্ষার্থী ও এক সিএনজি চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৩টা ও ৫টার দিকে খুটাখালী ফুলছড়ি গেইট এবং বানিয়ারছড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৩টার দিকে খুটাখালীর ফুলছড়ি গেইট এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী সিকান্ত দাশ (২২)। তাঁকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

অপরদিকে, বিকেল ৫টার দিকে বানিয়ারছড়া এলাকায় কক্সবাজারমুখী এস আই পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চিরিংগামুখী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সিএনজির যাত্রী শিক্ষার্থী নুরুল্লাহ মিফতাহ (২১) ও চালক মোহাম্মদ সোহেল (২৯)।

নিহতরা হলেন—চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি জলদাশপাড়ার মৃত তরুণ দাশের ছেলে সিকান্ত দাশ, পৌরসভার ছাবেতপাড়া এলাকার মাওলানা কামাল হোসেনের ছেলে শিক্ষার্থী নুরুল্লাহ মিফতাহ এবং মনু আলমের ছেলে সিএনজি চালক মোহাম্মদ সোহেল।

চিরিংগা ও মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করেছে। আহতদের মরদেহ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বলেন, “মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে সিকান্ত দাশ নিহত হন। জব্দ করা হয়েছে সংশ্লিষ্ট গাড়ি দুটি।”

চিরিংগা হাইওয়ে থানার ওসি আরফাত আমিন জানান, “বানিয়ারছড়া এলাকায় বাস-সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments