
এম. মনছুর আলম, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, চারা ও সার এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বুধবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহনাজ ফেরদৌসি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. মো. আরিফুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাত জাহান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মহিউদ্দিন, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসিউর রহমান আরিফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
চকরিয়া উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) রাজিব দে জানান, চলতি খরিপ-২ মৌসুমে আমন ধানের উন্নত জাতের বীজ, রাসায়নিক সার এবং গ্রীষ্মকালীন সবজির বীজ ও হাইব্রিড জাতের মরিচ বীজ প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ১৫০০ শিক্ষার্থীদের মাঝে নারকেল, তাল, আম, জাম, বেল, কাঁঠাল, নিমসহ চার প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।