
মোহাম্মদ নুরুদ্দোজা,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলা শ্রমিকদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান মে দিবস পালিত হয়েছে।উক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল,চকরিয়া উপজেলা শাখার সভাপতি মো. নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন লাল্টু ‘র সঞ্চালনায় চকরিয়া পৌরসভা শহরের জনতা শপিং সেন্টার প্রাঙ্গণে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী চকরিয়া পৌরসভা শহরের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে থানা রাস্তার মাথায় এসে শেষ হয়।বণ্যাঢ্য এই র্যালীতে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম কমিশনার,সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন কমিশনার,চকরিয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি নাছির উদ্দিন,সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন লাল্টু ।
এসময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম কমিশনার, প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা শ্রমিকলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন কমিশনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা বিএনপি’র সাবেক সহসভাপতি ও বরইতলী ইউপি র সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এস এম মনজুর ,বিএনপি নেতা মোশারফ হোসেন তারেক, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কুতুব উদ্দিন,বিএনপি নেতা আব্দুল হাফেজ মেম্বার, আলী আহমদ মেম্বার,একে জিল্লু ,শাহা আলম সিকদার,চকরিয়া উপজেলা কৃষক দলের আহবায়ক মহিউদ্দিন পুতু,চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকারিয়া। এতে চকরিয়া উপজেলা বিএনপি,শ্রমিকদল,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । এসময় ইউনিয়ন শ্রমিকদলের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
সমাবেশ শেষে এক বন্যাঢ্য র্যালী চকরিয়া পৌরসভা শহরের জনতা শপিং সেন্টার হতে শুরু হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহা সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।