
এম. মনছুর আলম, চকরিয়া :
দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন, শিক্ষা, ঐক্য, প্রগতির ধারক-বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চকরিয়া সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে চলতি এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও কলম বিতরণ করা হয়েছে।
রোববার সকালে চকরিয়া কলেজ ক্যাম্পাসে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সালাহউদ্দীন আহমদের পক্ষ থেকে, চকরিয়া উপজেলা বিএনপির সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানের নির্দেশনায় চকরিয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও কলম বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে চকরিয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. নেজাম উদ্দিন টিটু, ছাত্রনেতা শাহাদাত নাদিম অভি, তৌহিদুল ইসলাম জাহেদসহ বিপুল সংখ্যক ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।