
এম. মনছুর আলম, চকরিয়া:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, চকরিয়া পৌরসভার আওতাধীন ৫নং ওয়ার্ড শ্রমিকদলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) বিকেলে চকরিয়া পৌরসভা বিএনপির কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
৫নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনির উদ্দিনের সঞ্চালনায় কর্মী সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক আকতার ফারুক খোকন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সরওয়ার ওসমান, সাধারণ সম্পাদক নুরুল আমিন, পৌরসভা শ্রমিকদলের সভাপতি রফিক আহমদ এবং সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম প্রমুখ।
কর্মী সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।