Saturday, April 19, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogচট্টগ্রামের জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল, চলবে তিন দিন

চট্টগ্রামের জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল, চলবে তিন দিন

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলার ১১৬তম আয়োজন শুরু হচ্ছে আগামী ২৫ এপ্রিল (শুক্রবার)। বিকেল ৪টায় নগরীর লালদীঘি মাঠে শুরু হবে বলীখেলা।

এ উপলক্ষে তিনদিনব্যাপী বৈশাখী মেলাও বসছে, যা চলবে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত।

বুধবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে মেলা সফল করতে আয়োজকদের সঙ্গে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত সড়কে স্টল বসানো যাবে না। জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি হয় এমন কোনো কার্যক্রম বরদাশত করা হবে না। স্টল বিক্রি, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

ব্রিটিশবিরোধী আন্দোলনে তরুণদের শারীরিকভাবে প্রস্তুত করতে ১৯০৯ সালের ১২ বৈশাখ বদরপাতির বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আবদুল জব্বার সওদাগর এই বলীখেলার সূচনা করেন। সেই ঐতিহ্য ধরে রেখেছে চট্টগ্রামবাসী।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন, সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান মামুন, কোতোয়ালী থানার এসি মো. মাহফুজুর রহমান, অফিসার ইনচার্জ মো. আবদুল করিম, পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল আলম খোরশেদ, মেলা কমিটির সাধারণ সম্পাদক ও আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল, বলীখেলার প্রধান রেফারি হাফিজুর রহমান, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বালি প্রমুখ।

উল্লেখ্য, প্রায় ১১৫ বছর ধরে ১২ বৈশাখ চট্টগ্রামের লালদীঘি মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে বলীখেলা ও মেলা, যা এখন নগরীর সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম অংশে পরিণত হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments