
সিবিএন ডেস্ক
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় রিল্যাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে দুটি হাইয়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
আজ বুধবার(২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রিল্যাক্স পরিবহনের একটি বেপরোয়া গতির বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হওয়ার সময় জাঙ্গালিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি হাইয়েস গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের প্রচণ্ডতা এতটাই তীব্র ছিল যে ৭ জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহতদের মধ্যে ৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এভাবে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১০ জনে। এছাড়া আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলো উদ্ধার করে তদন্ত চলছে। বেপরোয়া গতি ও ওভারটেকিংকে দুর্ঘটনার প্রধান কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” তিনি আরও জানান, মৃতদেহগুলো আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।