সরকার চট্টগ্রাম এবং কক্সবাজারের মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর ১১,৫৬০ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে একটি নতুন রেল-কাম-সড়ক সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে। রেলপথ মন্ত্রণালয় ইতিমধ্যে এ প্রকল্পের খসড়া প্রস্তুত করেছে, যা ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের একনেকের তৃতীয় বৈঠকে খসড়া প্রকল্পটি উপস্থাপনের কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পে বাংলাদেশ সরকারের তহবিল থেকে ৪,৪৩৫ কোটি ৬২ লাখ টাকা বরাদ্দ করা হবে, বাকি ৭,১২৫ কোটি ১৫ লাখ টাকা ইকোনোমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড (ইডিসিএফ) এবং কোরিয়ার ইকোনোমিক ডেভেলপমেন্ট প্রমোশন ফ্যাসিলিটি (ইডিপিএফ) থেকে আসবে।
প্রকল্পটির মূল উদ্দেশ্য চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে দ্রুত ও নিরবচ্ছিন্ন রেল যোগাযোগ নিশ্চিত করা, যা ভারত, মিয়ানমার ও চীনের সঙ্গে সংযোগ স্থাপন করার পথ সুগম করবে। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর চালুর পর এই রুটের গুরুত্ব আরও বাড়বে।
নতুন সেতু নির্মিত হলে চট্টগ্রাম বন্দরসহ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর সঙ্গে রেল যোগাযোগ আরও সহজ হবে এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর পণ্য পরিবহনেও উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।