
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মো. রাশেদ (২৮) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এক কিলোমিটার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার মো. রাশেদ বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার আবুল কাসেমের পুত্র।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত রাশেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।