Saturday, April 19, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogচিংড়ি জোনের ত্রাস যুবলীগ নেতা আবু ছৈয়দ গ্রেফতার

চিংড়ি জোনের ত্রাস যুবলীগ নেতা আবু ছৈয়দ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা জাফর আলমের অপরাধ কর্মের অন্যতম সহযোগী আবু ছৈয়দকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) তাকে গ্রেফতার করা হয়।

আবু ছৈয়দ চকরিয়া উপজেলার খুটাখালী ১ নং ওয়ার্ডের উত্তর মেধা কচ্ছপিয়ার বাসিন্দা আকতার আহমেদের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।

গ্রেফতারের বিষয়টি বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, আবু ছৈয়দের বিরুদ্ধে প্রাথমিকভাবে দুইটি মামলার তথ্য পাওয়া গেছে। আরো একটি মামলা প্রক্রিয়াধীন।

সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অপব্যবহার করে এলাকায় সন্ত্রাসী, দখলবাজ বাহিনী গড়ে তুলে আবু ছৈয়দ। তিনি চিংড়ি জোনের ত্রাস হিসেবে পরিচিত।

সাবেক এমপি জাফর আলমের ছত্রছায়ায় বেড়ে ওঠেন আবু ছৈয়দ। অবলীলায় চালিয়ে গেছেন নানা অপরাধকর্ম। তার সন্ত্রাসী বাহিনীর কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়ে। বিশেষ করে, ডুলাহাজারা-খুটাখালী এলাকার বিস্তৃত চিংড়ি জোনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আবু ছৈয়দ। তার লালিত দখলবাজ ও সন্ত্রাসী বাহিনীর কারণে অতিষ্ট হয়ে পড়ে চিংড়িঘের মালিকরা।

আবু ছৈয়দকে গ্রেফতারের খবরের স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভুক্তভোগী জনগণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments