সংবাদ বিজ্ঞপ্তি:
জুলাই ছাত্র বিপ্লবের শহীদের স্মরণে রামু দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইসলামি বিপ্লবী সংগীত, কাওয়ালি জলসা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) চেইন্দা স্টেশন চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন র্্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার জামাল উদ্দিন চৌধুরী।
অবসরপ্রাপ্ত সাবেক শিক্ষা অফিসার আলহাজ্ব মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন এপেক্সিয়ান ও মানবাধিকার কর্মী জামাল হোসেন চৌধুরী।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছুরতিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রশিদ আহম্মদ, রামু উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আব্দুল্লাহ, একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা তারেক বিন হাছান, দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের সভাপতি মোঃ নূরুল আজিম কোম্পানি, সাবেক মেম্বার মাওলানা ফরিদুল আলম, ছাত্র প্রতিনিধি মোঃ আয়াজ ফারদিন, মোঃ সাহাব উদ্দিন চৌধুরী।
বক্তব্য রাখেন, চেইন্দা সমাজ কল্যান পরিষদের আহ্বায়ক মোঃ আব্বাস উদ্দিন, সদস্য সচিব হাফেজ শাহেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোছন সাহেদ, স্থায়ী কমিটির সদস্য জসিম উদ্দিন।
এছাড়া অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ মোস্তফা, পানের ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মমতাজ উদ্দিন আহমদ, বীর রেমিট্যান্স যোদ্ধা আলহাজ্ব শরীফ উদ্দিন, জাফর আলম মেম্বার, মোঃ আরিফ, মোহাম্মদ সাঈদ, জাহেদুল ইসলাম জিসান, মোঃ ফরিদুল আলমসহ এলাকার মান্য কোন ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
শুরুতে কুরআন তিলাওয়াত করেন হাফেজ শাহেদুল ইসলাম।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
এরপর আত্নার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন মাওলানা তারেক বিন হাসান।
স্বাগত বক্তব্যে চেইন্দা সমাজ কল্যাণ পরিষদের আহবায়ক আব্বাস উদ্দিন তাদের মানবিক ও সামাজিক কাজগুলি তুলে ধরেন। আইনশৃংখলা রক্ষায় প্রশাসনকে কঠোর হতে অনুরোধ করেন। মাদক, সন্ত্রাস, পাহাড় কাটা, মদখোরদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
বিশেষ বক্তারা শহীদদের জীবনের বিনিময়ে যে নতুন বাংলাদেশ এসেছে তার সঠিক ব্যবহারের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
এসময় বক্তারা মাদকের বিরুদ্ধে ও আইন শৃঙ্খলা উন্নয়নে কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান জানালে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করবেন বলে জানান সহকারি পুলিশ সুপার জামাল উদ্দিন চৌধুরী।
তিনি চেইন্দা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠানের ভুয়সী প্রশংসা করেন।
সব বক্তার টপিক নোট করেন, সব প্রশ্নের উত্তর দেন এবং এই ধরনের অনুষ্ঠান বারবার করার উপর জোর দেন।
পাশাপাশি র্্যাব ও পুলিশের পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসাধারণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
কোন তথ্য থাকলে তাদের দিয়ে সহযোগিতা করতে বলেছেন জামাল উদ্দিন চৌধুরী।
প্রায় সব বক্তারা চেইন্দা সমাজ কল্যাণ পরিষদের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন। এই প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও কর্মীদের অশেষ ধন্যবাদ জানান।
আলোচনা শেষে প্রধান আকর্ষণ মদীনা শিল্পী গোষ্ঠীর কক্সবাজার শাখার মনোমুগ্ধকর ইসলামী বিপ্লবী সংগীত, কাওয়ালী জলসা অনুষ্ঠিত হয়।
দর্শকেরা এই বিনোদনের মাধ্যমে খুশি হয়ে চেইন্দা সমাজ কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানান।
কঠোর পরিশ্রম ও অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন দেশ ও প্রবাসে বীর রেমিট্যান্স যোদ্ধাসহ উপদেষ্টা পরিষদ, স্থায়ী পরিষদ, আহ্বায়ক কমিটি, প্রবাসী শাখার নেতৃবৃন্দ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন চেইন্দা সমাজ কল্যাণ পরিষদ।