Tuesday, July 1, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদসহ ১২৪ জনের বিরুদ্ধে মামলা

ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদসহ ১২৪ জনের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ ১২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ শীর্ষ ব্যক্তিদের আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ থানায় এ মামলা করেন তহমুল ইসলাম নামে এক তরুণ। তিনি কিশোরগঞ্জ সদরের উত্তর লতিবাবাদ এলাকার বাসিন্দা। তহমুল বলেন, “আমি বিএনপির কর্মী। আন্দোলনের সময় পুলিশের হামলায় আহত হয়েছিলাম। চিকিৎসা শেষে সুস্থ হয়ে মামলা করেছি।”

মামলার ১ নম্বর আসামি শেখ হাসিনা, ২ নম্বর শেখ রেহানা, এবং ৩ নম্বরে আবদুল হামিদ। মামলায় আরও ২০০-২৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কিশোরগঞ্জ সদর থানায় ১১টি মামলা হয়েছে। জেলায় প্রায় অর্ধশত মামলা চলমান রয়েছে। এটি প্রথমবারের মতো আবদুল হামিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments