Wednesday, January 22, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogজাতিসংঘ রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে: ফিলিপ্পো গ্র্যান্ডি

জাতিসংঘ রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে: ফিলিপ্পো গ্র্যান্ডি

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, তার সংস্থা রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশকে সমর্থন করবে।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে এক বৈঠকে এই মন্তব্য করেন গ্র্যান্ডি।

প্রধান উপদেষ্টা ইউনূস রোহিঙ্গা সংকট নিয়ে বড় বৈশ্বিক সম্মেলনের আয়োজনের প্রস্তাব দিলে গ্র্যান্ডি বলেন, “আমরা আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত।”

প্রায় ১ লাখ শরণার্থীর আগমনে বাংলাদেশের উপর অতিরিক্ত চাপ পড়ার কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, “পরিস্থিতি জটিল হয়ে উঠছে।” তিনি রোহিঙ্গা সংকটের ওপর বিশ্বের দৃষ্টি ফিরিয়ে আনার আহ্বান জানান।

রোহিঙ্গাদের আশ্রয়স্থল নির্মাণে উন্নত উপকরণ ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য গ্র্যান্ডি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। আগে তাদের কেবল বাঁশ ও ত্রিপল দিয়ে আশ্রয় তৈরির অনুমতি ছিল।

বৈঠকে তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতি এবং সেখানে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষ নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় তিনি একজন উচ্চ প্রতিনিধি নিয়োগ করেছেন, যিনি আন্তর্জাতিক সংস্থা ও সরকারের মধ্যে সমন্বয় করছেন।

বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে মঙ্গলবার সকাল ১০টায় অধ্যাপক ইউনূস জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে স্বাগত জানান জেনেভার রাষ্ট্রদূত মো. আরিফুর রহমান। আগামী ২৫ জানুয়ারি তার দেশে ফেরার কথা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments