
সিলেটের গোয়াইনঘাটে জাফলং ইসিএ এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে বিদ্যুৎ ও পরিবেশ উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেছেন পাথর শ্রমিকরা।
শনিবার (১৪ জুন) দুপুরে জাফলং বাজার এলাকায় ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে উত্তেজিত শ্রমিকরা গাড়ি আটকে রাস্তায় শুয়ে পড়েন।
পুলিশ হস্তক্ষেপে উপদেষ্টারা নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরিদর্শনকালে উপদেষ্টা ফাওজুল কবির বলেন, “অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে”, আর রিজওয়ানা হাসান জানান, “আর কোনো পাথর কোয়ারি চালু হবে না।”
এই ঘোষণায় ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা গাড়ি আটকে বিক্ষোভ করেন।