Saturday, July 5, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogজিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতার মন্তব্য ভাইরাল

জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতার মন্তব্য ভাইরাল

সিবিএন ডেস্ক:
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা। বুধবার (১ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে দেওয়া তাঁর বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বক্তব্যে তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেশত নিশ্চিত, আমি বিশ্বাস করি। কারণ উনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি।”

এ বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা বলেন, “কোনো মুসলিম এমন মন্তব্য করতে পারে? এটি দলের প্রতি অতিরিক্ত আবেগের বহিঃপ্রকাশ।”

কামরুল হুদা আরও বলেন, “জিয়াউর রহমান মক্কায় হাজিদের সুবিধার্থে নিম গাছ লাগিয়েছিলেন। সেই কারণে তাঁর নাম নিলে বেহেশত যাওয়া যাবে। এটা কি ভুল বলেছি?”

অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং স্থানীয় জামায়াতের সমালোচনা করেন কামরুল হুদা। তিনি অভিযোগ করেন, “শেখ সেলিম, শেখ হেলালসহ এ শেখ পরিবার লুটপাটের মাধ্যমে দেশকে শেষ করেছে। মুক্তিযুদ্ধের সময় শেখ পরিবারের কেউ যুদ্ধে অংশ নেয়নি। অথচ মুক্তিযুদ্ধের চেতনার দাবি করে তারা।”

জামায়াতের প্রসঙ্গে তিনি বলেন, “একটা দল অতীতে বিএনপির ওপর ভর করে ক্ষমতার স্বাদ পেয়েছিল। আগামী নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রের জন্য ২০০টি করে ছোট লাঠি প্রস্তুত রাখতে হবে।”

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন এ বিষয়ে বলেন, “আমি এখনো এমন কোনো বক্তব্য শুনিনি। ভিডিও দেখে মন্তব্য করব।”

এ ঘটনার জেরে দলীয় এবং সামাজিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments