Sunday, May 11, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান

সিবিএন ডেস্ক ;

বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

আজ বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মঙ্গলবার আপিল বিভাগের বেঞ্চে এ মামলার শুনানি শেষ হয়। বুধবার রায় দেওয়ার দিন নির্ধারণ করা হয়। আপিল বিভাগ হাইকোর্ট ও নিম্ন আদালতের রায় বাতিল করে পর্যবেক্ষণে জানায়, “প্রতিহিংসার ভিত্তিতে এ বিচার করা হয়েছিল।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সর্বোচ্চ আদালতে চার দিন ধরে শুনানি চলে। বেগম খালেদা জিয়ার আইনজীবী, রাষ্ট্রপক্ষ, এবং দুদক আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন।

 মামলায় ১০ বছরের সাজা হয়েছিল খালেদা জিয়া ও তারেক রহমানের। বিএনপির আইনজীবীরা বলেন, জিয়া পরিবারকে হেনস্তা করতেই বিচারের নামে প্রহসন করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার।” রাষ্ট্রপক্ষের বক্তব্য ছিল, প্রমাণের অভাবে সাজা দেওয়া ঠিক হয়নি।

 ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি এ মামলায় খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়। পরে হাইকোর্ট তার সাজা বাড়ায়।শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন।

বিএনপির আইনজীবীরা বলেন, “খালেদা জিয়া অপরাধ করেননি। তিনি ক্ষমাও চাননি। এ মামলাগুলো আইনগতভাবে মোকাবিলা করবেন।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments