নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি
জুলাই বিপ্লবের প্রতিটি শহীদ পরিবারে একজনকে সরকারি চাকরি দিতে হবে বলে মন্তব্য করেছেন, রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম। শনিবার (০৫ অক্টোবর) কাউখালী উপজেলার ছিদ্দিক-ই-আকবর (রা:) দাখিল মাদ্রাসার মিলনায়তনে জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতের আমির বলেন, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত একটানা আন্দোলন করে ছাত্র সমাজ নিজেদের বুকে গুলি গ্রহণ করে শহীদের সর্বোচ্চ মর্যাদা দিয়ে স্বৈরাচার হাসিনাকে ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত করেছে। এ দেশের সেনাবাহিনী সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করে আর্মি চীফ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন।
আমির এ সময় ৫ আগস্টের শহীদদের এ দেশের সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন করার জন্য বর্তমান অন্তবর্তী সরকারের কাছে দাবি জানান। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।
আমির জামায়াত-শিবির কর্মীদের উদ্দেশ্যে বলেন, জামায়াত অন্যান্য দলের মতো একটি রাজনৈতিক দল নয়। এখানে নিজেদেরকে মানে উন্নতি করতে হবে।
বর্তমান সময়কে কাজে লাগানোর কথা স্মরণ করিয়ে দেন, যারা দ্বীনের পথে আসার জন্য অপেক্ষা করছেন, তাদের অন্তর্ভুক্ত করে নিতে হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা কমিটির সভাপতি আবুল বারাকাত, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ হারুন অর রশীদ, কাউখালি উপজেলা জামায়াতের নেতা আবদুল বায়েজ, জামায়াত নেতা মাওলানা আবদুর রাজ্জাক, ডাক্তার ইকবাল, মোঃ শহীদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মোঃ রমিজ উদ্দিন।